নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২২, ২০২২

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক | সময় সংবাদ

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক আটক | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্রসহ ওহাব হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে (র‍্যাব)-১১ এর সদস্যরা।


মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ওহাবকে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 


এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার ১ নং আমানউল্লাহপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের ইসলামীয়া মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় দুইটি মুঠোফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।


গ্রেফতার ওহাব হোসেন (২১) বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।


র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গ্রেফতার ওহাব হোসেনের (২১) স্বভাব-চরিত্র ভালো নয়। তিনি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। উদ্ধারকৃত দেশীয় পাইপগান তিনি মারামারি, দাঙ্গা-হাঙ্গামার কাজে ব্যবহার করে থাকেন।


র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে নোয়াখালী চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here