সিরাজপুরে নবনির্বাচিত চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকনকে গণসংবর্ধনা | সময় সংবাদ
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়নে, সিরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অবাধ , সুষ্ঠু , নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে বিপুল ভোটে নবনির্বাচিত চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকনকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
মঙ্গলবার বিকাল ৫টার সময় সিরাজপুর ইউনিয়নের পি,এল একাডেমী মাঠে সিরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাঈন উদ্দিন পলাশের সভাপতিত্বে ও সিরাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার হারুন অর রশিদ হারুন (এম এস এস)র সঞ্চালনায় অনুষ্ঠিত গণ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বিশেষ অতিথি ছিলেন,বীরমুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব শাহাদাত হোসেন,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ,বাটইয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলা উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নুর হোসাইন ফরহাদ,সিরাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমতিয়াজ আহম্মেদ শাকিব, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান আরিফ,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল,সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান আল ইসলাম তন্ময় প্রমূখ।