আলফাডাঙ্গার গোপালপুরে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২২, ২০২২

আলফাডাঙ্গার গোপালপুরে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া | সময় সংবাদ

আলফাডাঙ্গার গোপালপুরে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া | সময় সংবাদ


আলফাডাঙ্গা প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সংগঠনটির দলীয় কার্যালয় গোপালপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, ইকবাল হাসান চুন্নু, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম সিদ্দিকুজ্জামান বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুজা মিয়া, ইউপি সদস্য ওবায়দুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান। 


আলোচনা সভা শেষে, দোয়া মাহফিলে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।





Post Top Ad

Responsive Ads Here