একদিনে দেশে করোনায় শনাক্ত-মৃত্যু কমেছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৩, ২০২২

একদিনে দেশে করোনায় শনাক্ত-মৃত্যু কমেছে

একদিনে দেশে করোনায় শনাক্ত-মৃত্যু কমেছে
ফাইল ফটো


নিজস্ব প্রতিবেধকঃ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। 22 জন পুরুষ এবং 11 জন মহিলা রয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,৪৯৪।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনার নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬টি গবেষণাগারে ৪৪ হাজার ৬৫৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে 44,743টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং 11,597 জনের শরীরে নতুন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩৫ হাজার ৭ জন। 24 ঘন্টার মধ্যে সনাক্তকরণের হার 25.6 শতাংশ।


এতে আরও বলা হয়, একদিনে ৫ হাজার ৯৫৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭১ হাজার ৯২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে চারজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে দুইজন ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু নেই।


বয়স অনুযায়ী, মৃতদের মধ্যে একজনের বয়স বিশের দশকে, দুজনের বয়স ত্রিশের দশকে, দুজনের বয়স চল্লিশের দশকে, চারজনের বয়স পঞ্চাশে, দশজনের বয়স ছিল ষাটের দশকে, আটজনের বয়স ছিল সত্তরের দশকে এবং সাতজনের বয়স আশির দশকে।


স্বাস্থ্য অধিদফতরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনাসহ সারা দেশে মোট ১ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারী শুরু হওয়ার পর থেকে নমুনা পরীক্ষার তুলনায় সনাক্তকরণের হার 14.55 শতাংশ হয়েছে।


উল্লেখ্য, 2020 সালের 7 মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর 16 মার্চ প্রথম মৃত্যুর কথা জানায়।

মোঃসাইফুল্লাহ/সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here