পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম- ফাইল ছবি |
নিজস্ব প্রতিবেধকঃ
বাংলাদেশের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, র্যাব ও বাহিনীর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে পুঁজি করে ষড়যন্ত্র করা হচ্ছে। র্যাব আমাদের গর্বিত প্রতিষ্ঠান। তাদের রক্ষার দায়িত্ব রাষ্ট্রের।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আইন সংস্থাগুলোর সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে। মার্কিন প্রশাসনকে নিষেধাজ্ঞার জন্য যুক্তি দিতে হবে। তাদের এই ব্যাখ্যা দিতে হবে। আমরা আশা করতে পারি যুক্তরাষ্ট্রের মতো বন্ধুপ্রতীম দেশ আমাদের এর কারণ জানাবে।
সেক্রেটারি অফ স্টেট বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে লিখিতভাবে নিষেধাজ্ঞার কারণ এবং এর পরিমাণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারা (যুক্তরাষ্ট্র) বলেছে তারা জবাব দেবে।
শাহরিয়ার আলম বলেন, আওয়ামী লীগ গণসংযোগের লক্ষ্যে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। সাধারণ লবিস্টের প্রয়োজন আছে বলে আওয়ামী লীগ মনে করে না। আমরা বিএনপির মতো গোপনে কিছু করব না। জনগণের পূর্ণ জবাবদিহিতা থাকবে। কোনো গোপন এজেন্ডা থাকবে না।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত সদস্যকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ এবং স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
মোঃসাইফুল্লাহ/সময় সংবাদ