নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার,স্বীকারোক্তি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারী ২২, ২০২২

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার,স্বীকারোক্তি | সময় সংবাদ

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার,স্বীকারোক্তি | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি :

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে চাটখিল উপজেলার মোহাম্মদ ইউনিয়নে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নেশাদ্রব্য খাইয়ে এক গৃহবধূকে (২৩) ধর্ষণের ঘটনা ঘটে। রাতে ওই গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় দুইজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।


রাতে ওই গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় দুইজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলায় চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আল মতিন এবং তার সহযোগীকে আসামি করা হয়। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পিবিআই নোয়াখালী কার্যালয়ে মামলাটি হস্তান্তর করা হয়। ওই গৃহবধূ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মামলার অভিযোগে ওই গৃহবধূ বলেন, চাকরি দেওয়ার কথা বলে ফুয়াদ আল মতিন আমাকে তার অফিসে ডেকে নেন। অফিসে যাওয়ার পর আমাকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন। এ সময় তার পাশে থাকা একজন ঘটনার ভিডিও ধারণ করেন।


গতকাল সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শহর থেকে তাকে গ্রেফতার করে পিবিআই।


গ্রেফতারের পর আসামি যুবলীগ নেতা মো. ফুয়াদ আল মতিনের ১৬৪ধারায় জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ডের পর আদালতের নির্দেশে আসামিকে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন( মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই) পরিদর্শক সিরাজুল মোস্তাফা। 


তিনি বলেন, আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জবানবন্দি রেকর্ড শেষে  আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন পিবিআইয়ের কুমিল্লা পুলিশ সুপার মিজানুর রহমান।


তিনি আরো বলেন, আসামি ফুয়াদ ভুক্তভোগী ওই নারীকে অফিসে ডেকে পানীয়র সঙ্গে নেশাজাতীয় পান করিয়ে অচেতন করে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তবে তাদের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল বলেও জানিয়েছেন। তারা হরহামেশা অনলাইনে বার্তা আদান-প্রদান করতেন।





Post Top Ad

Responsive Ads Here