জয়পুরহাটে বিভিন্ন মামলায় আটক ৯ জন শ্রীঘরে | সময় সংবাদ |
নিরেন দাস,জয়পুরহাট:
জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, জুয়া এবং ডাকাতির প্রস্তুতিকালে আটককৃত ৯ জন জেলা শ্রীঘরে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায় কালাই থানা পুলিশ।
আটককৃতরা হলেন, নয়জনের মধ্যে মাদক কেনা-বেচার অভিযুক্তরা হলেন- কালাই উপজেলার মাত্রাই গ্রামের রাসেল (৩৬), সাগর (২২), নাকিব মণ্ডল (১৪)। জুয়া খেলার অভিযুক্তরা হলেন- পুনট ডিংড়া পাড়ার মুনছুর আলী (২৩), শিকটা গ্রামের সাইফুল ইসলাম (৩২), নীরেন চন্দ্র (৩৮)। এবং ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেফতাররা হলেন- মাত্রাইয়ের শামীম হোসেন (২৭), সিদ্দিকুর রহমান (২৪) ও বেলাল শেখ (৪০)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ ফেব্রুয়ারি) মাত্রাই এবং পুনট ডিংড়াপাড়া এলাকা থেকে ওই নয়জনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।