ওবায়দুল কাদেরে'র সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের'র সুস্থতা কামনায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বাদ মাগরিব কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নিজস্ব ভবনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাসান ইমাম বাদল,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ,চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান শফি উল্লাহ,চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন,রামপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী,বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন,উপজেলা কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল আজিজ,মুছাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী,সিরাজপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন,চরহাজারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু,নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ সভাপতি তাশিক মির্জা কাদের,বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ হামিদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান আরিফ,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল প্রমূখ।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের'র নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য সোমবার দুপুর ১২ টার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন।