আক্কেলপুরে ৫২' ভাষা সৈনিক জীবন্ত কিংবদন্তী ডা. আজিজারকে সংবর্ধনা | সময় সংবাদ
নিরেন দাস,জয়পুরহাট:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২১ এ ফেব্রুয়ারি) দিনব্যাপী বর্নাঢ্য কর্মসূচির মাধ্যমে মহান শহীদ দিবস উদযাপন করা হয়।
এ সময় জয়পুরহাট জেলার একমাত্র জীবন্ত কিংবদন্তি ভাষা সৈনিক ডা. আজিজার রহমান কে তার নিজ বাসভবনে গিয়ে সম্মাননা স্মারক, লাল সবুজ উত্তরীয় এবং দশ হাজার টাকার নগদ চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান।
এছাড়াও বাংলা ভাষা এবং সাহিত্য সমৃদ্ধকরণে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক,উত্তরীয় আক্কেলপুরের তিলকপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কবি ও সাহিত্যিক ময়নুল হোসেনকে নগদ পাঁচ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট পল্লী কবি ও পুথিপাঠক আলতাব হোসেন কে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান জানান, বাংলা আমার মায়ের ভাষা"বাংলা ভাষা কে প্রতিষ্ঠিত করতে ১৯৫২ সালে অনেক ভাষা শহীদকে রক্ত দিতে হয়েছে। ভাষার জন্য এমন যুদ্ধ এই পৃথিবীতে বিরল এক ইতিহাস। আমরা আমাদের ভাষার জন্য গর্ব বোধ করি। আক্কেলপুর উপজেলায় বাংলা ভাষা এবং সাহিত্যে সমৃদ্ধকরণে যারা অবদান রাখবেন প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে আমরা তাদের সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহন করেছি।
এজন পদের জীবন্ত কিংবদন্তি ভাষা সৈনিক ডা. আজিজার রহমান মহোদয় কে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। তিনি ততকালীন আক্কেলপুর উপজেলায় ভাষা আন্দোলন সংগঠিত করতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। তাই জাতি আজ শ্রদ্ধা ভরে তাকে স্মরন করছে। সম্মানিত করছে। আর গ্রামে গঞ্জে আমাদের অনেকেই বাংলা সাহিত্য চর্চা করেন। তাদেরকেও আমরা সম্মানিত করার মাধ্যমে এ চর্চাকে প্রমোট করার সিদ্ধান্ত গ্রহন করেছি।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে ভাষা সৈনিকদের সংবর্ধনা, আয়োজিত অনুষ্ঠানে ভাষা সৈনিকের বাড়িতে গিয়ে তার হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সন্মানি ভাতা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান।