আদমদীঘিতে র‍্যাবের অভিযানে দুই প্রতারক গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারী ০৫, ২০২২

আদমদীঘিতে র‍্যাবের অভিযানে দুই প্রতারক গ্রেফতার

আদমদীঘিতে র‌্যাবের অভিযানে দুই প্রতারক গ্রেফতার



আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে র‌্যাব-১২-এর সদস্যরা অভিযান চালিয়ে অধিক অর্থের বিনিময়ে ব্রিটিশ ধাতব মুদ্রা দিয়ে প্রতারণার অভিযোগে শফিকুল ইসলাম (৪০) ও বিপ্লব দেওয়ান (২৭) নামের দুই প্রতারককে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ৫টি ব্রিটিশ ধাতব মুদ্রা, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে। 

গত বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী বিকেলে আদমদীঘি উপজেলার পৌওতা রেলগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো- নওগাঁর শাহাপুর এলাকার আফজাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বালুকাপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে বিপ্লব দেওয়ান। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা হয়েছে। 

র‌্যাব-১২ বগুড়া প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার বিকেল ৫টায় আদমদীঘির সান্তাহার পৌওতা রেলগেট এলাকায় দুই জন ব্যক্তি ব্রিটিশ ধাতব মুদ্রা অধিক অর্থের বিনিময়ে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখিয়া অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-১২ ক্যাম্পের একটি আভিযানিক দল উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৫টি ব্রিটিশ ধাতব মুদ্রা, মোবাইল ফোন ও নগদ টাকাসহ শফিকুল ইসলাম ও বিপ্লব দেওয়ান নামের দুই প্রতারককে গ্রেফতার করেন। ওই দিন রাতে তাদেরকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, গতকাল শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত দুই প্রতারককে আদালতে প্রেরণ করা হয়েছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

Post Top Ad

Responsive Ads Here