আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিন জনের জেল-জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারী ০৫, ২০২২

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিন জনের জেল-জরিমানা

 

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিন জনের জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৩ জনকে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে আটক করলে তাদের জেল ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আদমদীঘির সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, গত বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে উপজেলার ছাতিয়ানগ্রাম, নিমাইদিঘী ও ইসবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও ১০০গ্রাম গাঁজা উদ্ধারসহ ৩ জনকে আটক করা হয়। 

এসময় ভ্রাম্যমান আদালত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের নিমাইদিঘী গ্রামের কায়েস উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রাজু (৩৪), দক্ষিণ গনিপুর গ্রামের জিয়ার আলী আকন্দের ছেলে সাইফুল ইসলাম (৩৭) ও নওগাঁর বদলগাছীর বৈকুন্ঠপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামীম হোসেন (২৬)কে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড  ও ১০০ টাকা করে জরিমানা করেন।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 


Post Top Ad

Responsive Ads Here