সরকার টিকা থাকার জন্য গঠনতন্ত্রকে হত্যা করেছে -ড.খন্দকার মোশাররফ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
কোম্পানীগঞ্জ মওদুদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা ও দোয়া মাহ্ফিল এইসব বক্তব্য রাখেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যকালে সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড . খন্দকার মোশাররফ হোসেন বলেন দেশের সার্থে,গণতন্ত্র রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।তিনি বলেন শুধু সরকারই টিকা থাকার জন্য গঠনতন্ত্রকে হত্যা করেছে,সকল প্রতিষ্টানকে দলিয় করণ করেছে,আজকে দেশের মানুষ শান্তিতে নাই,সরকার বড় বড় মেগা প্রকল্পের নামে মেগা দূনীতি করছে।
বুধবার সবার ১১ টার সময় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে মরহুম জননেতা ব্যারিষ্টার মওদুদ আহমদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ সভা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড . খন্দকার মোশাররফ হোসেন।বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান,আবদুল আউয়াল মিন্টু,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক,সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধার সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন প্রমূখ।
অমৃত্যু তোমার কল্পনাতে যে দেশ , আসলে তুমি মানেই তো বাংলাদেশ,সৈনিক , প্রখ্যাত আইনজীবী,লেখক,বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি , নোয়াখালীর উন্নয়নের রূপকার , নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও গণমানুষের নেতা , সর্বজনীন প্রদ্ধাভাজন মরহুম ব্যারিষ্টার মওদুদ আহমদের ১ ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের আয়োজনে স্বরণ সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এই সময়, ড.খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, নোয়াখালী ৫ আসনের বিএনপির সকল নেতা-কর্মি উদ্যােশে বলে এ আসনে বিএনপির অভিভাবক হাসনা জসীম উদদীন মওদুদ, তার কোন বিকল্প হবে না। আপনার তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন।