দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি রাঙ্গামাটি প্রতিনিধি:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি। বুধবার (২ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।
রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্য নিবার্হী কমিটি’র ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি সাবেক পৌর মেয়র ও বিএনপি’র সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, যুগ্ন সম্পাদক দিলদার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ মামুন, ছাত্র দলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম প্রমুখ।