গ্রেফতার আতংকে পুরুষ শুন্য গ্রাম লক্ষীপুর | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০৮, ২০২২

গ্রেফতার আতংকে পুরুষ শুন্য গ্রাম লক্ষীপুর | সময় সংবাদ


আদমদীঘিতে পুলিশের উপড় হামলা ঘটনায় মামলা একজন গ্রেফতার

গ্রেফতার আতংকে পুরুষ শুন্য গ্রাম লক্ষীপুর | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বগুড়ার আদমদীঘির লক্ষীপুর গ্রামে খরের পালায় অগ্নিসংযোগ ঘটনায় বিবাদমান দুই পক্ষের মধ্যে ধাওয়া মারপিট ও উত্তেজনা থামাতে গিয়ে সরকারি কাজে বাধা এবং কর্তব্যরত পুলিশের উপড় হামলা ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০জনসহ ৫১জনে বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আদমদীঘি থানার উপ পরিদর্শক মোর্শারফ হোসেন আকন্দ বাদি হয়ে গত রোববার ৬মার্চ রাতে এই মামলা দায়ের করা হয়। পুলিশ এজাহারভুক্ত আসামী উপজেলার লক্ষীপুর গ্রামের আইয়ুব আলী আকন্দের ছেলে হেলাল আকন্দ (৩৪) কে গ্রেফতার করে গত সোমবার আদালতে প্রেরন করেছে। এদিকে ওই গ্রামে সার্বক্ষনিক পুলিশ মোতায়েন রয়েছে। গ্রেফতার আতংকে এখন গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে।


আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামে আব্দুল কাদের সেদ্দা ও শাহিন পক্ষের মধ্যে দীঘদিন যাবত মসজিদের সম্পত্তি নিয়ে  ও আধিপপ্ত বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কয়েকটি মামলাও রয়েছে। গত ৫ মার্চ দিবাগত রাতে আব্দুল কাদের সেদ্দা ও তার লোকজনের খরের পালায় আগুন লেগে ৯টি পালার খর পুড়ে যায়। পরদিন ৬ মার্চ বেলা ১০টায় এ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে চেষ্টা কালে আসামীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও রেললাইনের পাথর নিক্ষেপে সরকারি কাজে বাধা সৃষ্টি করে। নিক্ষেপ করা পাথরের আঘাতে জিকরুল নামের এক পুলিশ কনেষ্টবল গুরুত্বর আহত হয়। এ ঘটনায় এসআই তারেক হোসেন, এএসআই মশিউদ্দিন ও কনেষ্টবল আব্দুর রশিদও আহত হন। এসময় পুলিশ শর্টগানের এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনার পর থেকে লক্ষীপুর গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, অপর পলাতক আসমীদের গ্রেফতারের তৎপরতা চলছে।




Post Top Ad

Responsive Ads Here