আদমদীঘিতে মা ছেলেসহ ওয়ারেন্টভূক্ত ৭ আসামি গ্রেফতার | সময় সংবাদ |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানামুলে মা ও ছেলেসহ ৭জনকে গ্রেফতার করেছে। গত সোমবার ৭ মার্চ দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি সদর ইউনিয়নের সুদিন গ্রামের আকরাম হোসেনের স্ত্রী ফিরোজা বেগম, তার ছেলে ছায়ফুল ইসলাম, জুনায়েদ আকন্দ, আব্দুল ওহাব, সান্তাহার তিয়রপাড়ার আইনাল হক মিন্টুর স্ত্রী রাশেদা বেগম টুলি, ইয়ার্ড কলোনীর ইউনুছ আলীর ছেলে রমজান আলী ও নসরতপুর ইউপির বিনসাড়া গ্রামের লুৎফর হোসেনের ছেলে হাসান প্রামানিক।
ওসি জালাল উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।