ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার | সময় সংবাদ |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।বৃহস্পতিবার (৩ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের মিরান শেখের ছেলে এনামুল শেখ (১৮), একই গ্রামের মোতালেব শেখের ছেলে মিজানুর শেখ (২৬), হারান করের ছেলে শ্যামল কর (২২), জাকু সরদারের ছেলে ইমরান সরদার (২৫) ও শামচেল মোল্যার ছেলে এমদাদুল মোল্যা (২২)।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, গ্রেপ্তারদের বিকালে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।