জাগো নিউজের নোয়াখালী জেলা প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ০৪, ২০২২

জাগো নিউজের নোয়াখালী জেলা প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন | সময় সংবাদ

জাগো নিউজের নোয়াখালী জেলা প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে খবর প্রকাশের জের ধরে হত্যার হুমকির প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে  নোয়াখালীরকোম্পানীগঞ্জে,কোম্পানীগঞ্জ প্রেসক্লাব ও কোম্পানীগঞ্জ সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার তোহার সভাপতি ও সাধারণ সম্পাদক জাফর উল্যাহ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক খোলা কাগজ উপজেলা প্রতিনিধি আহসানুল আলম খসরু,দাগনভূঞয়া প্রেসক্লাবের সভাপতি মো: ইমাম হাছান কচি,দৈনিক সমকাল পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি তবিবুর রহমান টিপু,দৈনিক গনকন্ঠ পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি বেলায়েত হোসেন বেলাল দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবু ছায়েদ শাকিল, দৈনিক গণমুক্তি পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইমাম হোসেন খাঁন,দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি এম.এ রহমি,দৈনিক সংবাদ কনিকা পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি নুর নবী রাকিব, দৈনিক খবরপত্র পত্রিকার প্রতিনিধি সিরাজ উল্লাহ, দৈনিক গন মানুষের আওয়াজের কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি রুবেল,হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি কোম্পানীগঞ্জ শাখার সভাপতি নুরুল আফছার পলাশ,সাধারণ সম্পাদক আবদুল আউয়াল প্রমূখ। 


মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সাগর-রুনি ও কোম্পানীগঞ্জের মুজাক্কির হত্যার বিচারের অপেক্ষায় আজও প্রহর গুনছেন দেশের সাংবাদিকরা। হামলা ও মামলার বিচার না হওয়ায় দেশের চতুর্থ স্তম্ভের এ পেশা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।


তারা বলেন, নোয়াখালী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ফজলে এলাহী খাঁনের দুর্নীতির খবর প্রকাশের পর তাকে ওএসডি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে তার ব্যাপক দুর্নীতি ও স্বাস্থ্য বিভাগে লুটপাটের বিষয়ে দুদক তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। এ বিষয়ে খবর প্রকাশের পর ডা. ফজলে এলাহী খাঁন জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধিকে গত (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার তার ব্যক্তিগত মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। এ ঘটনার সাত দিন অতিবাহিত হলেও দোষীকে আইনের আওতায় না আনায় গণমাধ্যম কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।


সাংবাদিকরা জানান, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে জনপদের নানা ইতিবাচক খবর প্রকাশ করে নোয়াখালীকে সমৃদ্ধ করেছেন সাংবাদিক ইকবাল হোসেন মজনু। একজন পেশাদার সাংবাদিক হিসেবে দেশের সকল সাংবাদিক আজ এ বিষয়ে ঐক্যবদ্ধ। শিগগিরই দোষীদের আইনের আওতায় না আনা হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে।



Post Top Ad

Responsive Ads Here