দোয়ারাবাজারে শিক্ষকের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ | সময় সংবাদ |
দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৮ মার্চ) এই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার পর সম্পূর্ণরূপে বিধি বহির্ভূত ভাবে সহকারী শিক্ষক জসিম উদ্দিন ছুটির ছাড়াই তার কর্মস্থল লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। যেকারণে বিদ্যালয়ে পাঠদানে ঘাটতি দেখা দিয়েছে। লিখিত অভিযোগে শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগ কারী।
কর্মস্থলে শিক্ষক জসীম উদ্দিনের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজ আলী বলেন, 'সহকারী শিক্ষক জসিম উদ্দিনকে আমরা ছুটি দিইনি। তিনি আজকে (৯ মার্চ ) বিদ্যালয়ে অনুপস্থিত। যেদিন বিদ্যালয়ে আসেন সেদিন উপস্থিত দেখানো হয়। ছুটি ছাড়াই অনুপস্থিত থাকার কারণে তাঁর বেতন কর্তনের জন্য সুপারিশ করা হবে।'
অভিযোগের বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা বলেন, 'আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাঁর বিরুদ্ধে একটা মামলা চলমান আছে। অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ওয়ারেন্ট লাগে। আপাতত বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তাঁর বেতন ভাতা বন্ধ রাখা হবে।'