![]() |
কাপ্তাইয়ে সেনাবাহিনীর স¤প্রীতি ও মানবিক সহায়তা প্রদান | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
স¤প্রীতি উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটির কাপ্তাই সেনাবাহিনীর ব্যক্তিগত তহবিল থেকে কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমাবার সকাল ১১ টায় কাপ্তাই জীপতলী সেনাবাহিনী মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব সহায়তা প্রদান করেন কাপ্তাই ৭ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফেরদৌস হাসান পিএসসি।
এসময় উপস্থিত কাপ্তাই সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর মোস্তাকিম, ক্যাপ্টেন মাহমুদ, কাপ্তাই সেনাবাহিনী আর এম ও ক্যাপ্টেন কায়সার, কাপ্তাই ৪ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল লতিফসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।