![]() |
চন্ডীপুর চন্ডীতলায় নবমী পূজার পাঠাবলী অনুষ্ঠানের উদ্বোধন | সময় সংবাদ |
দোয়ারাবাজার প্রতিনিধি:
সনাতনধর্মাবলম্বীদের নবমী পূজার পাঠাবলী অনুষ্ঠানে লাখো দর্শনার্থীদের ভীড়ে মোখড়িত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চন্ডীপুরের চন্ডীতলা মেলা। প্রতি বছর এই চন্ডীতলায় স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় পাঠাবলী পূজার মেলা।
রবিবার ( ১০ মার্চ) বেলা ৩ ঘটিকায় সনাতন হিন্দু ধর্মীয় লোকজন ধর্মীয় গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় পাঠাবলী পূজার অনুষ্ঠান।
পূজা উদযাপন কমিটির সভাপতি খগেন্দ্র দাসের সভাপতিত্বে ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজিত দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু , জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিমল বনিক, মান্নার গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি দাস, দোয়ারাবাজার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সোনাধন দে, আওয়ামীলীগ নেতা অশোক দাস, অসিত তালুকদার, ইউপি সদস্য দিপক দাস, অজিত চন্দ্র দাস প্রজিত, শ্রী দ্ধীজেন চন্দ্র দাস,জাহাঙ্গীর আলম রফিক, বিনন্দ্র বিশ্বাস, নগেন্দ্র নাথ প্রমুখ।