![]() |
মেহেরপুরে আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী | সময় সংবাদ |
মেহের আমজাদ,মেহেরপুর:
মেহেরপুরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পাঠানো অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এর মেহেরপুরের বাসভবনে চেক বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি উপস্থিত থেকে ৪০ জনের মাঝে ১৭ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন। এর মধ্যে ৮ জনকে ৩০ হাজার টাকা করে, ১২ জনকে ৪০ হাজার টাকা করে এবং ২০ জনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল সহ অন্যান্য নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।