মসজিদে ঝাড়ু দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ০৯, ২০২২

মসজিদে ঝাড়ু দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

 


উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দে মসজিদে ঝাড়ু দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে স্কুল ছাত্র  মো. সিয়ামের (১৮)  মৃত্যু হয়েছে।


শুক্রবার (৮ই এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটির চর জামে মসজিদে এঘটনা ঘটে।


নিহত সিয়াম কুটির চর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে ও নলকা মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।


স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ওই স্কুলছাত্র মসজিদের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিস্কার করতে যায়। এসময় পরিত্যাক্ত বিদ্যুতের তারে জড়িয়েয় পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।


স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব হোসেন জানান, কুটির চর জামে মসজিদের বিভিন্ন অংশে ময়লা আবর্জনা পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুত্বর আহত হয় সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত সিয়ামের দাফনের প্রস্তুতি চলছে।


সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফয়সাল আহমেদ জানান, হাসপাতালের আসার আগেই সিয়াম মারা গেছে। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।




Post Top Ad

Responsive Ads Here