আদমদীঘিতে আওয়ামীলীগ নেতা হাতে শিক্ষক প্রহৃত, ছাত্রীদের বিক্ষোভ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০৩, ২০২২

আদমদীঘিতে আওয়ামীলীগ নেতা হাতে শিক্ষক প্রহৃত, ছাত্রীদের বিক্ষোভ | সময় সংবাদ

আদমদীঘিতে আওয়ামীলীগ নেতা হাতে শিক্ষক প্রহৃত, ছাত্রীদের বিক্ষোভ | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে আওয়ামীলীগ নেতার হাতে আজাহার আলী নামের এক সিনিয়র শিক্ষক লাঞ্চিত ও প্রহৃত হয়েছে। গতকাল রোববার (৩ এপ্রিল) বেলা ১১টায় আদমদীঘি উপজেলার বিনাহালি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

  

আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, গতকাল রোববার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও আওয়ামীলীগ নেতা মকলেছার রহমান তার কক্ষে প্রবেশ করে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে নানা ভাবে কথাবার্তা চলাকালে কিছুটা হৈচৈ হয়। 


এসময় বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আজাহার আলী, সহকারি প্রধান শিক্ষীকা ফরিদা বেগম, সহকারি শিক্ষক হাবিবুল আলম, অভিভাবক আব্দুর রাজ্জাকসহ কয়েকজন শিক্ষক মিলে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে হৈচৈ না করার জন্য আওয়ামীলীগ নেতা মকলেছার রহমানকে থামানো চেষ্টা করে। এসময় তিনি মকলেছার রহমান ক্ষিপ্ত হয়ে সিনিয়র সহকারি শিক্ষক আজাহার আলীকে লাঞ্চিত ধাক্কা, কিলঘুষি ও চড়থাপ্পর মেরে আহত করেন। 


শিক্ষককে লাঞ্চিতের প্রতিবাদে তৎক্ষনাত বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে আওয়ামীলীগ নেতা মকলেছার রহমানের বিচার দাবী করেন।  লাঞ্চিতের শিকার সিনিয়র শিক্ষক আজাহার আলী বলেন, আওয়ামীলীগ নেতা মকলেছার রহমান অযথা তাকে লঞ্চিত ও প্রহৃত করেন। আওয়ামীলীগ নেতা মকলেছার রহমান বলেন, তার সাথে দুব্যবহার করায় ওই শিক্ষককে ধাক্কা ও চড়থাপ্পর দিয়েছি। ওসি জালাল উদ্দীন বলেন বিষয়টি তার জানা রয়েছে। তবে এখনও কোন মামলা হয়নি। 


Post Top Ad

Responsive Ads Here