ফরিদপুর ১২ টি চোরাই মটরসাইকেল ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ৩১, ২০২২

ফরিদপুর ১২ টি চোরাই মটরসাইকেল ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার



ফরিদপুর :
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে অভিযান চালিয়ে কবিরপুর ৭ নং গুচ্ছু গ্রাম হতে সাহেব আলী (৩২) নামে একজনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল ও ৫০০(পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সাহেব ফকির ওই এলাকার মকিম ওরফে মকু সরদারের পুত্র। 


এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা জানান, সাহেব আলীকে আটকের পর তার কথা মতো নর্থচ্যানেল রশিদ মুন্সির ডাঙ্গী এর সাদ্দাম মোল্যার (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে আরো ৭টি সহ সর্ব মোট ১২টি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম পালিয়ে যায়। তিনি বলেন, ফরিদপুর শহর এলাকা হইতে মটরসাইকেল চুরি করে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে চোরাই মটরসাইকেলের মূল্য নির্ধারণ করে মটরসাইকেলটি সিএন্ডবি ঘাটে নিয়ে যায়। সেখান থেকে সাহেব আলী  এবং পলাতক আসামী সাদ্দাম ট্রলারে পার করিয়া নর্থচ্যানেল এলাকায় নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এই ঘটনায় কোতয়ালী থানার উপপরিদর্শক দেলোয়ার ফকির বাদি হয়ে দুটি মামলা দায়ের করেছেন।

Post Top Ad

Responsive Ads Here