বন্দরে কন্টেইনার খালাসের সময় একটি বার্জের ধাক্কায় জাহাজ ফুটো হয়েছে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ৩১, ২০২২

বন্দরে কন্টেইনার খালাসের সময় একটি বার্জের ধাক্কায় জাহাজ ফুটো হয়েছে | সময় সংবাদ

  


বন্দরে কন্টেইনার খালাসের সময় একটি বার্জের ধাক্কায় জাহাজ ফুটো হয়েছে | সময় সংবাদ
বন্দরে কন্টেইনার খালাসের সময় একটি বার্জের ধাক্কায় জাহাজ ফুটো হয়েছে | সময় সংবাদ



সময় সংবাদ ডেস্ক:




চট্টগ্রাম বন্দরে কন্টেইনার খালাসের সময় একটি বার্জের ধাক্কায় ‘এক্সপ্রেস কোহিমা’ নামের এক কন্টেইনার জাহাজ ফুটো হয়ে গেছে। মঙ্গলবার ৯৩১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।


সংঘর্ষের ঘটনায় ‘মদিনা-৭’ নামের একটি বার্জ ও ‘টাইগার-৩’ নামের একটি টাগবোট আটক করে বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের জিম্মায় দেওয়া হয়েছে।




বন্দরের উপসংরক্ষণ ক্যাপ্টেন ফরিদুল আলম জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত জাহাজ এক্সপ্রেস কোহিমাকে রিপেয়ার বার্থে নেওয়া হয়েছে।


বন্দর সূ্ত্র জানিয়েছে, ‘মদিনা-৭’ নামের একটি বার্জকে টেনে নিচ্ছিল ‘টাইগার-৩’ নামের একটি টাগবোট। মঙ্গলবার সকালে টাগবোটটি বার্জের নিয়ন্ত্রণ হারালে বন্দরের ৩ নম্বর বার্থে কন্টেইনার খালাসরত ‘এক্সপ্রেস কোহিমা’ জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জাহাজের এক বর্গফুটের বেশি ফুটো হয়ে যায়। দুর্ঘটনার সময় জাহাজটিতে ৯২ টিইইউস রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ছিল বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।



‘এক্সপ্রেস কোহিমা’র স্থানীয় শিপিং এজেন্ট সিকন শিপিং লাইন্সের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বার্জের আঘাতটি পানির লেবেলের ওপরে ছিল। এতে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে জাহাজটি। জাহাজটি বর্তমানে মেরামতের জন্য কাছের টিএসপি জেটিতে নেওয়া হয়েছে। সার্ভের মাধ্যমে জাহাজটির ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।



Post Top Ad

Responsive Ads Here