ভ্রাম্যমান আদালতের অভিযান,১৯ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ০১, ২০২২

ভ্রাম্যমান আদালতের অভিযান,১৯ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা | সময় সংবাদ

ভ্রাম্যমান আদালতের অভিযান,১৯ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা | সময় সংবাদ
ভ্রাম্যমান আদালতের অভিযান,১৯ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা | সময় সংবাদ

 


আবু সাঈদ শাকিল ,নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভাস্থ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যেরর উপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।


মঙ্গলবার (৩১ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরী।


নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্যের উপর ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে মুদি দোকানের মূল্য তালিকা ও প্রয়োজনীয় লাইসেন্স ,গরু মাংসের দোকানদার ওজনে কারচুপি ও মূল্য তালিকা না থাকায়, মাছ বাজারে ওজনে কারচুপি ও পচা মাছ রাখায় এবং সবজি বিক্রেতা বেশি মূল্যে সবজি বিক্রি করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ও ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সর্বমোট ১৯টি মামলায় ৪৫, ৯০০/-(পঁয়তাল্লিশ হাজার নয় শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে ৭জন মুদি ব্যবসায়ী, ২ জন মাছ ব্যবসায়ী, ৬ জন মাংস ব্যবসায়ী, ২ জন সবজি ব্যবসায়ী, ১জন পোল্ট্রি মুরগি ও একজন লিচু ব্যবসায়ী কে এই জরিমানা করা হয়।


অভিযানে উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরী বলেন,সকল ব্যবসায়ীকে নিয়মের মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করতে হবে, এবং সবাইকে ন্যায্য মূল্যে ও মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। জনসার্থে এ অভিযান অব্যহত রাখার ঘোষনাও দেন তিনি।


Post Top Ad

Responsive Ads Here