খুলে দেয়া হলো কাপ্তাই হ্রদে যাত্রীবাহী লঞ্চ চলাচল | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ২১, ২০২২

খুলে দেয়া হলো কাপ্তাই হ্রদে যাত্রীবাহী লঞ্চ চলাচল | সময় সংবাদ

খুলে দেয়া হলো কাপ্তাই হ্রদে যাত্রীবাহী লঞ্চ চলাচল | সময় সংবাদ
খুলে দেয়া হলো কাপ্তাই হ্রদে যাত্রীবাহী লঞ্চ চলাচল | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

অতি ভারী বষর্ণে রাঙ্গামাটি সীমান্তের ওপারের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুবলং চ্যানেলে পানির তীব্র স্রোতের কারনে দূর্ঘটনার আশঙ্কায় বন্ধ থাকা ৬টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল খুলে দেয়া হয়েছে।  


সোমবার ও মঙ্গলবার দুইদিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর বুধবার (২২জুন) থেকে আবারো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পূর্বের নিয়মানুযায়ী লঞ্চ চলাচল শুরু করবে। মঙ্গলবার (২১জুন) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল ও যাত্রী পরিবহন সংস্থার রাঙ্গামাটি জোন চেয়ারম্যান মো. মঈনুদ্দীন সেলিম।


তিনি জানান, রাঙ্গামাটিতে টানা ভারী বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ার পাশাপাশি উজান থেকে নেমে আসা পানির ঢলে সুবলং চ্যানেলে তীব্র স্রোতের স্বাভাবিক লঞ্চ চলাচল বিঘিœত হচ্ছিলো। তাই ভারি বর্ষণ ও স্রোতের কারণে দূর্ঘটনা এড়াতে সোমবার (২০ জুন) থেকে রাঙ্গামাটির সব নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিই। মঙ্গলবার (২১ জুন) বৃষ্টিপাত স্বাভাবিক হয়ে আসায় এবং সুবলং চ্যানেলে পানির স্রোত কিছুটা স্বাভাবিক হয়ে যাওয়ায় বুধবার (২২ জুন) সকাল থেকে পূর্বের ন্যায় আবারো লঞ্চ চলাচল শুরু করা হবে।

 

গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের সুবলং চ্যানেলে তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় বড় ধরণের দুর্ঘটনা এড়াতে হ্রদের ৬টি নৌ পথে গত দু’দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ রেখেছিলো লঞ্চ মালিক সমিতি। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ হওয়ায় এবং নদীর স্রোত কিছুটা স্বাভাবিক হওয়ায় বুধবার সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক করার ঘোষণা দেয় লঞ্চ মালিক সমিতির নেতারা।


স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ উপজেলা নিয়ে গঠিত দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটির ৭ উপজেলার সঙ্গে নৌ-পথে চলাচলের সুযোগ রয়েছে৷ তবে কাপ্তাই উপজেলায় লঞ্চ চলাচল না করলেই অন্য ৬ উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু, বাঘাইছড়ি ও নানিয়ারচরে নিয়মিত লঞ্চ যাওয়া আসা করে। এর মধ্যে বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, লংগদু ও বাঘাইছড়ির মানুষ জেলা সদর থেকে সরাসরি সড়কপথে যাতায়াতের সুযোগ নেই। লংগদু-বাঘাইছড়ির সঙ্গে সড়ক পথ থাকলেও সেটি খাগড়াছড়ির দীঘিনালা হয়ে যেতে হয়।




Post Top Ad

Responsive Ads Here