নিখোঁজ বিজ্ঞপ্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ৩০, ২০২১

নিখোঁজ বিজ্ঞপ্তি



সন্ধান দিন


সেক রমজান,(২৫) নামের এই ব্যাক্তি গত রবিবার(২১ শে নভেম্বর) সৌদি থেকে তার নিজ বাড়ি বেপাড়িডাঙ্গী,চরহাজিগঞ্জ, চরভদ্রাসনে ফিরেন। সোমবার ভোর ৬ টায় বন্ধুর জন্য নিয়ে আসা মাল পৌছে দিতে বাড়ি থেকে বের হয়ে যান।তারপর থেকে তার আর কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। তার পরনে সাদা গেঞ্জি ও এ্যাশ কালারের ট্রাউজার ছিলো।কোন সহৃদয়বান ব্যাক্তি ছেলেটিকে দেখে থাকলে নিকটবর্তী থানা অথবা তার বাবার সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

বাবার নাম: সেক নুর আলী,গ্রাম-বেপারী ডাঙ্গী,পোঃ হাজীগঞ্জ,থানা -চরভদ্রাসন, জেলা-ফরিদপুর।

মোবাইল-০১৩০৪-৭৪২৮৪০,০১৭৮৩-৪৮৬০১০ ফরিদপুর।

Post Top Ad

Responsive Ads Here