সন্ধান দিন
সেক রমজান,(২৫) নামের এই ব্যাক্তি গত রবিবার(২১ শে নভেম্বর) সৌদি থেকে তার নিজ বাড়ি বেপাড়িডাঙ্গী,চরহাজিগঞ্জ, চরভদ্রাসনে ফিরেন। সোমবার ভোর ৬ টায় বন্ধুর জন্য নিয়ে আসা মাল পৌছে দিতে বাড়ি থেকে বের হয়ে যান।তারপর থেকে তার আর কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। তার পরনে সাদা গেঞ্জি ও এ্যাশ কালারের ট্রাউজার ছিলো।কোন সহৃদয়বান ব্যাক্তি ছেলেটিকে দেখে থাকলে নিকটবর্তী থানা অথবা তার বাবার সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
বাবার নাম: সেক নুর আলী,গ্রাম-বেপারী ডাঙ্গী,পোঃ হাজীগঞ্জ,থানা -চরভদ্রাসন, জেলা-ফরিদপুর।
মোবাইল-০১৩০৪-৭৪২৮৪০,০১৭৮৩-৪৮৬০১০ ফরিদপুর।