চরভদ্রাসন ইউপি নির্বাচনে তিনটি ইউনিয়নে স্বতন্ত্রের জয়! - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, November 30, 2021

চরভদ্রাসন ইউপি নির্বাচনে তিনটি ইউনিয়নে স্বতন্ত্রের জয়!



নাজমুল হাসান নিরব,নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গত ২৮ নভেম্বর তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উৎসবমূখর পরিবেশে সারাদিন ভোটগ্রহন শেষে বিকাল ৪ টার পরে শুরু হয় ভোট গননা।প্রায় রাত ১২ টার দিকে উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বেসরকারি ভাবে তিনজন নবনির্বাচিত চেয়ারম্যানের নাম ঘোষনা করেন।



 নির্বাচিতরা হলেন-৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোঃ আজাদ খান। তিনি মোটর সাইকেল প্রতীকে ৫৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহফুজুর রহমান মুরাদ আনারস প্রতীকে ৫১৭৪ ভোট পেয়েছেন। 


উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ইয়াকুব আলী মোটর সাইকেল প্রতীকে ৪৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফরহাদ হোসেন চশমা প্রতীকে ৪৩৭৮ ভোট পেয়েছেন। 


এছাড়া উপজেলার ১ নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ জাহাঙ্গীর কবির টেবিলফ্যান প্রতীকে ১৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ফরিদ মোল্যা ঢোল প্রতীকে ১৪৬৭ ভোট পেয়েছেন। 


উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “ উপজেলার আরেকটি ইউনিয়ন ২ নং ‘চরঝাউকান্দা’  সীমানা বিরোধ থাকার কারণে আপাতত নির্বাচন অনুষ্ঠান বন্ধ রয়েছে। বিরোধ নিষ্পত্তির পর ওই ইউনিয়নে পরবর্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে”।নির্বাচর সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে বলে তিনি দাবী করেন।


No comments: