সাবরিনা-আরিফসহ ৮ জনের রায় ১৯ জুলাইফ্রান্সের পালামেন্টে প্রথম নারা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুন ২৯, ২০২২

সাবরিনা-আরিফসহ ৮ জনের রায় ১৯ জুলাইফ্রান্সের পালামেন্টে প্রথম নারা | সময় সংবাদ

"সাবরিনা-আরিফসহ ৮ জনের রায় ১৯ জুলাইফ্রান্সের পালামেন্টে প্রথম নারা | সময় সংবাদ"


আন্তর্জাতিক ডেস্ক


ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রথম নারী স্পিকার হলেন ইয়েল ব্রন-পিভেট। আধুনিক ফ্রান্সের ইতিহাসে তিনিই প্রথম নারী স্পিকার। ২০১৭ থেকে তিনি পার্লামেন্ট সদস্য।


স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে ইয়েল গর্ভপাতের অধিকারের প্রসঙ্গ তুললেন। মেয়েদের প্রজননের ক্ষমতার কথা তুললেন।


ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সদ্যনির্বাচিত স্পিকার বলেন, গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট নারীদের গর্ভপাতের অধিকার বাতিল করে নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমরা ধাক্কা খেয়েছি। ওই রায় আমাদের মনে করিয়ে দিচ্ছে, আমাদের আরো সতর্ক হতে হবে।


আরো পড়ুন: চীনের ৫ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র


তিনি বলেন, কোনো কিছুই ধরে নেয়া ঠিক হবে না। ইতিহাস বলছে, আমরা অনেক উন্নতি করেছি। কিন্তু সেই উন্নতিকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়া হতে পারে। লড়াই করে মেয়েরা অধিকার পেয়েছে। মেয়েদের সজাগ থাকতে হবে। সেই অধিকার যাতে বজায় থাকে তার জন্য লড়তে হবে।


ইয়েল ব্রন-পিভেট দীর্ঘদিন তাইওয়ান ও জাপানে ছিলেন। তিনি সাবেক আইনজীবী। ফ্রান্স২৪ জানাচ্ছে, তার পিতামহ ছিলেন পূর্ব ইউরোপের ইহুদি। ১৯৩০ নাগাদ তিনি নিপীড়নের হাত থেকে বাঁচতে ফ্রান্সে আসেন।


রাজনীতিতে তিনি খুব বেশিদিন হয়নি এসেছেন। আগে তিনি সোশ্যালিস্ট পার্টিতে ছিলেন। ২০১৭-র পার্লামেন্ট নির্বাচনের আগে তিনি মাক্রোঁর জোটে যোগ দেন। তিনি এক মাস মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।





Post Top Ad

Responsive Ads Here