দর্শকদের অনুরোধে নতুন গান নিয়ে আসছে হিরো | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ০৬, ২০২২

দর্শকদের অনুরোধে নতুন গান নিয়ে আসছে হিরো | সময় সংবাদ

 

"দর্শকদের অনুরোধে নতুন গান নিয়ে আসছে হিরো | সময় সংবাদ"

বিনোদন ডেস্ক


সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ হিরো আলম। কিছুদিন পরপরই বিভিন্ন গান নিয়ে হাজির হয়ে হইচই ফেলেদেন তিনি। এবার ঈদ উপলক্ষে ‘কি করে বলি’ শিরোনামের নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন।

গুঞ্জন আছে, নতুন প্রেমে মজেছেন হিরো আলম। তার প্রেমিকার নাম রিয়া মণি। তিনি এই মিউজিক ভিডিওর মডেল। নতুন গান নিয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করেছেন। তাদের অনুরোধ রাখার চেষ্টা করলাম। ঈদকে সামনে রেখে গান উপহার দিলাম।’


তিনি আরও বলেন, ‘অনেকেই আমার গান নিয়ে নানা রকম মন্তব্য করেন। তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না, তবুও কষ্ট করে গানগুলো গাইছি। আশা করছি, অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’


অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন এই ভাইরাল হিরো। ইতোমধ্যে বিভিন্ন ভাষায় তার গান শুনেছে শ্রোতারা। এ ছাড়াও তার অভিনীত ও প্রযোজিত ‘টোকাই’, ‘বউ-জামাইয়ের লড়াই’, ‘নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমা তিনটি মুক্তির অপেক্ষায় রয়েছে।




Post Top Ad

Responsive Ads Here