![]() |
ভোলা লালমোহনে অজ্ঞাত অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার | সময় সংবাদ |
এ,কে এম গিয়াসউদ্দিন,ভোলা:
ভোলা লালমোহনে অজ্ঞাত অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সুত্র জানায় আজ(২২ আগষ্ট) সোমবার সকালে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালির চরপাতা এলাকায় লাশটি উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশটি পুলিশ উদ্ধা করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে স্থানীয়দের ধারণা, নদীতে কোনো দুর্ঘটনায় যুবকের মৃত্যু হতে পারে এবং মৃত্যুর পরে নিখোঁজ ছিল।
জোয়ারের পানিতে ভেসে এসে চরে লাশটি আটকে যায়। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এক রাখাল লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে তারা থানায় খবর দেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।