ফরিদপুরে ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

ফরিদপুরে ভূতাত্ত্বিক জরিপ কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত

  


সঞ্জিব দাস, ফরিদপুর : 
ফরিদপুরে নগর পরিকল্পনা এবং জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের জন্য ভূতাত্বিক জরিপ কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর পৌরসভার সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। 


ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাজাহান মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজিআর এর প্রজেক্ট ম্যানেজার ওইনার বাচএপেট, প্রিন্সিপাল অ্যাডভাইজার এটিএম আসাদুজ্জামান, সিএসবি এর ডিরেক্টর মোহাম্মদ আলী আকবর, প্রজেক্ট ডিরেক্টর আশরাফুল কামাল প্রমূখ। সেমিনারে ফরিদপুরের পৌর কাউন্সিলরগণ, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 



প্রকল্পের প্রধান উদ্দেশ্য, "জলবায়ু পরিবর্তন সহিষ্ণু নগর পরিকল্পনা ও উন্নয়নে উন্নত ভূ- বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের ব্যবহার"। 



উল্লেখ্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) ও ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসাইন্স এন্ড ন্যাশনাল রিসোর্স(বিজিআর), জার্মানির যৌথ কারিগরি সহযোগিতামূলক জিও ইনফরমেশন ফর আরবান প্ল্যানিং এন্ড এডাপ টেশন টু ক্লাইমেট চেঞ্জ শীর্ষ প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। উক্ত কার্যক্রমের আওতাধীন বাংলাদেশের চারটি এলাকা বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন এবং ফরিদপুর ও সাতক্ষীরা শহর ও আশপাশ এলাকা। 

Post Top Ad

Responsive Ads Here