আদমদীঘিতে স্কুল ছাত্রী ফারজনা হত্যার বিচারের দাবীতে ছাত্রীদের বিক্ষোভ | সময় সংবাদ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী ফারজানা বানু (১৬) হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে।
আজ ২২ আগষ্ট সোমবার ছাতিয়ানগ্রাম তিন মাথায় বেলা ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এই অবরোধ ও বিক্ষোভ সমাবেশ চলে। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবর্গের আস্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। অবরোধ চলাকালে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।
জানাযায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির হারদামপাড়া গ্রামের ফেরদৌস আলীর সাথে ৩০ বছর পূর্বে রানীনগরের আব্দুল বারীকের মেয়ে মোর্শেদা বানুর বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও ফারজানা বানু নামের এক মেয়ে রয়েছে। গত ৫ বছর পূর্বে স্বামী সাথে বনিবনা না হওয়ায় ফারজানার মা মোর্শেদা বানু স্বামীকে তালাক দিয়ে সান্তাহার একটি ভাড়া বাসায় থাকেন। এদিকে ৩ বছর পূর্বে ফারজানার বাবা ফেরদৌস আলী শাওন নামের এক ছেলেসহ শিল্পী বেগমকে ২য় বিয়ে করেন। ফারজানার মা মোর্শেদা বানু জানায়, তার তালাক দেয়া স্বামী ফেরদৌস আলী শিল্পী বেগমকে ২য় বিয়ে করার পর থেকে তার সন্তান ফারজানা ও তার ভাই ফায়সালকে বিভিন্ন সময় মানসিক ভাবে নির্যাতন করছিল। গত ১৭ আগষ্ট সৎমা শিল্পী বেগম ও তার ছেলে শাওন যোগসাজশে স্কুল ছাত্রী ফারজানা বানুকে শারীরিক ভাবে নির্যাতন করে শ^াসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহত ফারজানা বানুর মা মোর্শেদা বানু বাদি হয়ে গত ১৮ আগষ্ট সৎ মা শিল্পী বেগম (৪২) ও তার ছেলে শাওন (২২) কে আসামী করে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে স্কুল ছাত্রী ফারজানা বানু হত্যা ঘটনায় ফুসে উঠেছে ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সহপাটি ছাত্রীরা। তারা প্রতিবাদ মুখর হয়ে হত্যাকারিদের গ্রেফতার ও বিচার দাবীতে গত রোববার বিদ্যালয় চত্বরে ও পরদিন আজ সোমবার ছাতিয়ানগ্রাম তিন মাথা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দশম শ্রেনির ছাত্রী ঐশি^, শিমু ও মর্জিয়াসহ অনেকে। বেলা সাড়ে ১১ টায় থানার ওসি তদন্ত জিল্লুর রহমান, উপ পরিদর্শক প্রদীপ কুমার ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম, মাহফুজুল হক টিকনসহ নেতৃবর্গ এক সপ্তাহের মধ্যে আসামী গ্রেফতারের আশ^াস দেয়ায় অবরোধ প্রত্যাহর করে আন্দোলকারিরা।