চরফ্যাশনে ১৪ জন জেলে জীবিত উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

চরফ্যাশনে ১৪ জন জেলে জীবিত উদ্ধার | সময় সংবাদ

রফ্যাশনে ১৪ জন জেলে জীবিত উদ্ধার | সময় সংবাদ


এ,কে এম গিয়াসউদ্দিন,চরফ্যাশন:

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে চরফ্যাশনের চরকচ্ছপিয়ার "এমভি মায়ের দোয়া"নামে আলমগীর মাঝির ট্রলার সহ ১৪ জেলেকে উদ্ধার করা হয়েছে।


রবিবার বিকালে চরমানিকা মানিকা কোস্ট গার্ডের একটি টিম বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান পরিচালনা করে একটি ফিসিং ট্রলার সহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেন।


চরমানিকা কোস্টগার্ড আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্ল্যাহ এ তথ্য জানান।


তিনি বলেন, গত (১৬ আগষ্ট) চরফ্যাশনের চরকচ্ছপিয়া মৎস্য ঘাট থেকে ১৪ জন জেলেসহ “মায়ের দোয়া” আলমগীর মাঝি ফিসিং ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর গত (১৭ আগস্ট) বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতের কাছাকাছি চলে যায়, দীর্ঘ ৪৫ ঘন্টা ট্রলার চালিয়ে চরপাতিলার ডাউনে বঙ্গোপসাগর সাগর মোহনায় এসে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। 


পরবর্তীতে রবিবার বিকালে কোস্টগার্ডের একটি টিম টহলরত অবস্থায় চরপাতিলার কাছাকাছি থেকে ১৪ জন জেলেসহ একটি ফিশিং ট্রলার উদ্ধার করে। ফিশিং ট্রলারটি উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলেন, আলমগীর মাঝি(৪৫), হারুন মুন্সি (৫০), নুরনবি (৪০),আলাউদ্দিন (৩৯), আবুল কালাম(৩৮), ইউনুস সিকদার(৫২), আলাউদ্দিন (৪২),ইসমাইল (৪১),অজিউল্লা(৫১), ও কবির (৩২),আবদুল বারেক(৫০),আবু সিকদার মাঝি (৪৮) আব্দুর রহিম(২৮) ইউনুস সিকদার (৩২) এরা সকলেই চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার, চরকুকরি-মুকরি ও চরমানিকা ইউনিয়নের বাসিন্দা। পরে উদ্ধারকৃত ১৪ জন জেলেকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


Post Top Ad

Responsive Ads Here