ফাইজারের আরো ২৫ লাখ টিকা অনুদান যুক্তরাষ্ট্রের | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০৫, ২০২২

ফাইজারের আরো ২৫ লাখ টিকা অনুদান যুক্তরাষ্ট্রের | সময় সংবাদ

 

"ফাইজারের আরো ২৫ লাখ টিকা অনুদান যুক্তরাষ্ট্রের | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


বাংলাদেশের ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য আরো ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।



ঐ বার্তায় আরো জানা‌নো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য আরো ২ দশমিক ৫ মি‌লিয়ন (২৫ লাখ) ডোজ ফাইজারের টিকা অনুদান দিয়েছে। এই টিকা বাংলাদেশের শিশু‌দের ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় সহায়তা করবে।


এ অনুদানের মধ্য দি‌য়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে দেওয়া টিকার পরিমাণ দাঁড়াল ৮৮ মি‌লিয়ন (৮ কোটি ৮০ লাখ)।


গত ২৫ আগস্ট সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া শুরু হয়। রাজধানীর ২১টি টিকাকেন্দ্রসহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে মোট ১৮৬টি কেন্দ্রে টিকা দেওয়া হয়।




Post Top Ad

Responsive Ads Here