ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম আজাদ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম আজাদ | সময় সংবাদ

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম আজাদ | সময় সংবাদ


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবুল কালাম আজাদ। জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ড(বোয়ালমারী উপজেলা) এর  সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। 


বুধবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে শারীরিক অসুস্থতা জনিত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর এ ঘোষণা দেন আবুল কালাম। আবুল কালাম আজাদ নিজেই এর সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞপ্তিতে সাবেক এই জেলা পরিষদ সদস্য বলেন, আমি শারীরিক ভাবে চরম অসুস্থ। চলাফেরা করতে পারছিনা। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা দূরুহ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ প্রেক্ষিতে পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর স্বীদ্ধান্ত নিয়েছি। আমি সকলের দোয়া প্রার্থী। 


আবুল কালাম আজাদ সহ ২ নম্বর ওয়ার্ডে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অপর দু'জন হলেন, বর্তমান সদস্য আবু জাফর সিদ্দিকী ও যুবলীগ নেতা আহসান হাবিব হাসান।


Post Top Ad

Responsive Ads Here