রাজশাহীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৪, ২০২২

রাজশাহীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার | সময় সংবাদ

রাজশাহীতে অপহরণকারী স্কুল ছাত্রী  উদ্ধার | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

র‌্যাব-৫ এর নিয়মিত অভিযানের অপহরণকারী আসামী ও ভিকটিম উদ্ধার করেছে র‌্যাব-৫। 


র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে রাজশাহী জেলার দূর্গাপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার আসামী মাহাফুজ অভি (২৫), মোঃ বিয়ানুছ আলী (৫৬) এবং মহসীনা বেগম (৪০) উভয় মিলে স্কুল ছাত্রী মোছাঃ ইফফাত আরা তিন্নী (১৫) কে অপহরণ করে। পরে তারা ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন বাংলাবাজার এলাকার অবস্থান করার খবর পাওয়া যায়। 


গত ৩ অক্টবর তারিখে তথ্য নিশ্চিতের পরে র‌্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। ওই দিন দুপুরে অপহরণ মামলার এজাহার ভুক্ত আসামী মাহাফুজ অভি (২৫), আসামী  মহসীনা বেগম (৪০) কে আটক করে। আটকৃতদের তথ্য মতে মামলার ভিকটিম স্কুল ছাত্রী মোছাঃ ইফফাত আরা তিন্নী (১৫) কে উদ্ধার করে র‌্যাব-৫। 


র‌্যাব-৫ অফিস এই তথ্য নিশ্চিত করে একটি সংবাদ বার্তার মাধ্যমে গনমাধ্যকে অবহিত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত আসামীদ্বয় আসামীদ্বয়কে  অত্র মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে উক্ত মামলার ঘটনায় তারা  জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত উক্ত আসামীদ্বয়কে এবং ভিকটিম স্কুল ছাত্রী মোছাঃ ইফফাত আরা তিন্নী (১৫) কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দূর্গাপুর থানা, রাজশাহীতে হস্তান্তর করা হয়েছে।





Post Top Ad

Responsive Ads Here