![]() |
কুষ্টিয়ায় ড্রাইভারকে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দু’জনের যাবজ্জীবন | সময় সংবাদ |
মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুজন সিকদার (২৭) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ অক্টোবর ২০২২) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মোঃ তাজুল ইসলাম যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন।
এসময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি আদালতে উপস্থিত ছিলেন না। একই সাথে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন, জরিমানা অনাদায়ে তাদেরকে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি রকিবুল ইসলাম আসাদের স্থাবর অস্থাবর সম্পদ থেকে টাকা ওয়াসিল আদেশ দেন আদালত।
আসামিরা হলেন- মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের খন্দকার ইউনুছ আলীর ছেলে রাকিবুল ইসলাম ওরফে আসাদ (৩৩), যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ঝিনাইদহ সদর উপজেলার বড়খড়িখালী গ্রামের আঃ গণি মোল্লার ছেলে রাজু মোল্লা (২৬) এবং একই উপজেলার মুক্তাঙ্গন আবাসন প্রকল্প-১ কয়ারগাছি এলাকার আমজাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম ওরফে শরিফ(৩১)।
আদালত মামলা নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ মার্চ দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার জগতি গ্রামের বাসিন্দা মুনজিল সিকদারের ছেলে অটো চালক সুজন সিকদার বাড়ি থেকে অটো রিক্সা নিয়ে বের হয়ে ওই দিন রাতে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনে সন্ধান পায়নি। পরদিন সকালে ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের হাশেম আলীর লিচু বাগান থেকে সুজনের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আলমগীর সিকদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পুলিশ পরিদর্শক মহানন্দ সিং ২০১৭ সালের ১০ জানুয়ারী হত্যাকান্ডে জড়িত অভিযোগ এনে ৩ জনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।