জয়পুুরহাট র‍্যাবের অভিযানে ২ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারী ০৫, ২০২৩

জয়পুুরহাট র‍্যাবের অভিযানে ২ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক

জয়পুুরহাট র‍্যাবের অভিযানে ২ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক
জয়পুুরহাট র‍্যাবের অভিযানে ২ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আটক


নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে ২ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল।


বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৫,সিপিসি-৩ জয়পুুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে দিবাগত রাতে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোবরচাপাঁ বাজারে বিশেষ অভিযান চালিয়ে মনিটর-০২টি, সিপিইউ- ০২টি,হার্ড ডিস্ক-০৩টি,মাউস-০২ টি,কী-বোর্ড-০২ টি,বিভিন্ন ক্যাবল-০৬টি,কাড রিডার-১৮ টিসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি মোঃ আনোয়ার(৩০), পিতা- মোঃ নুর মোহাম্মদ,সাং- জালালপুর ও শ্রী খোকন(২৪),পিতা-মৃত কমল, সাং- কশবা, উভয় থানা- বদলগাছী, জেলা-নওগাাঁদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ তাদের নিজ দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত।


পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।





Post Top Ad

Responsive Ads Here