লক্ষ্মীপুরের কিং, দাম ২২ লাখ টাকা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ২৫, ২০২৩

লক্ষ্মীপুরের কিং, দাম ২২ লাখ টাকা

লক্ষ্মীপুরের কিং, দাম ২২ লাখ টাকা
লক্ষ্মীপুরের কিং, দাম ২২ লাখ টাকা


সময় সংবাদ,জেলা ডেস্ক:

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এখন আলোচনার মূল বিষয় বড় আকারের ষাঁড় গরু। আকৃতি ও সৌন্দর্যে ‘লক্ষ্মীপুর কিং’ নজর কেড়েছে সবার। গরুর মালিকের দাবি, এখন পর্যন্ত এটিই দেশের মধ্যে সবচেয়ে বড় গরু এটি। কেউ কেনার আশায় দেখতে আসছেন, আবার অনেকে শুধু সবচেয়ে বড় ষাঁড়টি সরাসরি দেখার আগ্রহ প্রকাশ করছেন।


দূর-দূরন্ত থেকে এসে এক নজর দেখছেন ৫৭ মণ ওজনের এই ষাঁড়টি। এটির দাম হাঁকানো হয়েছে ২২ লাখ টাকা। ‘লক্ষ্মীপুর কিং’ এর মালিক লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী স্টিল ব্রিজ এলাকার মোহাম্মদ উল্যা। পেশায় তিনি গরুর খামারি।


প্রায় সাড়ে তিন বছর আগে চারদিন বয়সী বাছুরসহ একটি দুধের গরু কেনেন। আসন্ন কোরবানির ঈদে বড় এ ষাঁড়টি ২২ লাখ টাকায় বিক্রি করতে চান তিনি। ষাঁড়টি ঢাকার গাবতলী হাটে তুলবেন বলে জানা গেছে।


ষাঁড়ের মালিক মোহাম্মদ উল্যা জানান, তিনি প্রায় ৬ বছর আগে বিসমিল্লাহ ডেইরি ফার্ম নামে একটি গরুর খামার গড়ে তোলেন। প্রায় সাড়ে তিন বছর আগে দুই লাখ ৫৩ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি দুধের গরু কেনেন। তখন গরুর সঙ্গে থাকা বাছুরটি বয়স ছিল মাত্র চারদিন। বাছুরটি তিনি লালন-পালন করে বড় করেন।


তিনি বলেন, অনেক খামারি কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করেন। কিন্তু আমি সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরুটি পালন করেছি। তাকে ভুসি, খৈল, খড় এবং কাঁচা ঘাস খাওয়াই। প্রতিদিন ১৫-১৬ কেজি খাবার লাগে ষাঁড়টির। খুবই যতœ করে ষাঁড়টি লালন-পালন করেছি।


রায়পুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ষাঁড়টির পুরো দেহের পরিমাপ করে দেখা হয়েছে। এর ওজন প্রায় ৫৭ মণ। গড়ে ২৩০০ কেজি মাংস হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি বর্তমানে ঢাকার গাবতলী পশুর হাটে বিক্রির জন্য রাখা হয়েছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চাইলে ষাঁড়টির মালিক মোহাম্মদ উল্যা বলেন, ঢাকার গাবতলী হাটে এরই মধ্যে ষাঁড়টি তোলা হয়েছে। এ পর্যন্ত ১৩ লাখ টাকা দাম বলেছে ক্রেতারা। তবে ২০ লাখ হলে বিক্রি করে দেবেন তিনি।


Post Top Ad

Responsive Ads Here