![]() |
ইতিহাসে সবচেয়ে বড় হজের আনুষ্ঠানিকতা শুরু |
সময় সংবাদ /ইসলামিক ডেস্ক:
চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে পবিত্র কাবা প্রদক্ষিণ করছেন হাজিরা। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এটাই ইতিহাসে সবচেয়ে বড় হজ। এবারই সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হবে কাবা প্রাঙ্গণ।
রোববার কাবা ঘর প্রদক্ষিণ করেন বিশ্বের ১৬০টি দেশ থেকে আসা লাখ লাখ হাজি। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ বছর আমরা ইতিহাসে সবচেয়ে বড় হজ প্রত্যক্ষ করব।
২০২০ সালের করোনা মহামারি হানা দেওয়ার পর- এবারই প্রথম সব ধরনের স্বাস্থ্য বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার এক সঙ্গে হজ করবেন ২৫ লাখের বেশি মানুষ।
করোনা মহামারির কারণে ২০২০ সালে হজ করার সুযোগ পেয়েছিলেন মাত্র ১০ হাজার মানুষ; ২০২১ সালে এ সংখ্যা ছিল ৫৯ হাজার। আর গত বছর হজ করার সুযোগ পেয়েছিলেন ১০ লাখ মানুষ।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হাজিরা মিনার দিকে যাবেন। যা কাবা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। এরপর আরাফাত ময়দানে যাবেন তারা। এ ময়দানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)।
হাজিদের নির্বিঘ্নে সব আনুষ্ঠানিকতা পালনে সব ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। মিনায় হাজিদের সুবিধার্থে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া তাদের নিরাপত্তায় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এবার হজের মৌসুমে তীব্র গরম পড়েছে। হাজিদের প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এই গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসা দেওয়ার জন্য ৩২ হাজার স্বাস্থ্যকর্মী ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।
এ বছর হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার ২৬ জুন, যা চলবে ১ জুলাই পর্যন্ত। আর সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন।
সূত্র: আল জাজিরা