![]() |
রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে র্যাব-৫ |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
র্যাবের নিয়মিত অভিযানে রাজশাহী মহানগরীর এলাকা থেকে ২টি শুটারগান, ৫ রাউন্ড গুলি এবং ২শত গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। র্যাব- এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যাক্তি বলে, আসন্ন নিবার্চনকে কেন্দ্র করে নাশকতা ও আধিপত্য বিস্তারের লক্ষে তার এই প্রস্তুতী।
রবিবার দিবাগত রাতে র্যাবের সিপিএসসি এর অপারেশন ক্যাম্পের সদস্যরা মহানগরীর কাটাখালি থানাধীন শ্যামপুর চরপাড়া চরশ্যামপুর মিজানের মোড়ে নয়ন আলী (৪২) এর বাড়িতে অভিযান পরিচালনা করেন। ওই আসামীর বসত বাড়ি তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও গুলি জব্দ করা হয়। পরে অভিযুক্ত আসামী নয়ন আলী (৪২) ওই গ্রামের জালালের ছেলে। ইতোপূর্বে ওই অভিযুক্ত আসামীর বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। রবিবার সকালে মহানগরীর কাটাখালি থানায় নতুন করে অস্ত্র ও মাদক সংক্রান্ত একটি মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৫।