আদমদীঘিতে ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৯, ২০২৩

আদমদীঘিতে ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১

আদমদীঘিতে ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১
আদমদীঘিতে ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১ 


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বগুড়ার আদমদীঘিতে পূর্ব ঢাকা রোড এলাকায় ককটেল বিস্ফোরনের ঘটনায় মামলা হয়েছে। 


বৃহস্পতিবার ভোরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে ৫৯জনের নামে মামলাটি করেন। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড নামক স্থানে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবুর অফিসের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনায় ৫৯জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে একটি মামলা হয়েছে।


 বৃহস্পতিবার ভোরে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরক আইনে ৫৯জনের নামে মামলাটি করেন। এ মামলায় সকালে শাঁওইল বাজার এলাকা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, আঞ্চলিক মহাসড়কে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরনের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৫৯জনের নামে এবং অজ্ঞাত আরো বেশ কয়েকজনের নামে মামলা হয়েছে। এদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের জন্য জোড় তৎপরতা চলছে।




Post Top Ad

Responsive Ads Here