কাউখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

কাউখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

 

কাউখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
কাউখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার সকালে (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লা। 


কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সহধর্মিনী কৃষিবিদ চাঁদ সুলতানা জুঁই। 


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এমটি ইপি আই আনিসুল হক। 


উপজেলার ১২২টি কেন্দ্রে ৭ হাজার ৮ শত ৫৬ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি শিশুকে আমাদের যতœ সহকারে লালন-পালন করতে হবে। শিশুরাই হলেন জাতির ভবিষ্যৎ।



Post Top Ad

Responsive Ads Here