ভোলা মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত-১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

ভোলা মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত-১

 

ভোলা মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত-১
ভোলা মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত-১ 

একে এম গিয়াসউদ্দিন,ভোলা:

ভোলা মেঘনায় যাত্রীবাহী দু'লঞ্চের সংঘর্ষে নিহত-১ কয়েক জন আহতের সংবাদ পাওয়া গিয়াছে। সুত্র জানায় ভোলা মেঘনার হাইমচর নামক স্থানে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়। 


সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক স্থানে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।


নিহত যুবকের নাম মো. সোহেল। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ওসমান আলি ফরাজি বাড়ির বাসিন্দা সেলিম ফরাজির ছেলে এবং স্থানীয় ইউনিয়ন সদস্য নুরে আলম মেম্বারের ভাতিজা।  তার দেড় বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।


সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় ২৫০ যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশে সোমবার রাত ৯টায় ছেড়ে যায়। মেঘনা নদীর হাইমচর নামক স্থানে আসার পর ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।


এ ঘটনায় কয়েক জন আহত হয়েছে।আহতদের মধ্যে সোহেল নামে একজন মারা যান। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবোচরে আটকে আছে।


সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। লঞ্চটি ঢাকার উদ্দেশে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে।


 এ বিষয়ে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার ফোলকলে পাওয়া সম্ভব হয় নি।


Post Top Ad

Responsive Ads Here