
আমতলীতে ইসলামী আন্দোলনের দুই শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান
আব্দুল্লাহ আল নোমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক কর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আমতলী নূরজাহান ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আমতলী সদর ইউনিয়ন ওয়ার্ড শাখার ইসলামী আন্দোলনের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন আজাদ শাহিন, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন ভিপি, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, যুগ্ম আহ্বায়ক মকবুল আহম্মেদ খান ও কামরুজ্জামান হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির ও সদস্য সচিব জালাল আহমেদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নতুন যোগদানকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমতলীতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নতুন কর্মীদের সম্পৃক্ততা দলকে আরও শক্তিশালী করবে।”
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদি বলেন, “নাসির উদ্দিন হাওলাদার দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আগেই বহিষ্কৃত হয়েছেন। বিএনপিতে তাঁর যোগদানের সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নেই।”
