ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে: শামা ওবায়েদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে: শামা ওবায়েদ

 

ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে: শামা ওবায়েদ
ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-২ আসনে ধানের শীষের ভোট যাতে নিরাপদ ও স্বচ্ছ হয় এবং কেউ অনিয়ম করতে না পারে, সে বিষয়ে দলের সকল নেতাকর্মীকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।


রোববার (৯ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আসাদ মাতুব্বরের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশনা দেন।


শামা ওবায়েদ বলেন, “বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতি বিশ্বাসী। নির্বাচনে অনেক দলের প্রার্থী থাকতেই পারে, এতে কোনো সমস্যা নেই। ফরিদপুর-২ আসনে এমপি পদে অনেক প্রার্থী থাকায় সবাইকে অভিনন্দন জানাই এবং তাদের জন্য দোয়া রইল। তবে যারা স্বৈরাচারী আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিলেন, তারা এখন উন্নয়নের কথা বললে হাস্যকর মনে হয়।”


তিনি আরও বলেন, “সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নতুবা বড় ক্ষতির সম্মুখীন হব। বিএনপি সরকার গঠন করলে ফরিদপুর-২ আসনে ব্যাপক উন্নয়ন এবং যুবদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”


শামা ওবায়েদ জনগণকে জেল-জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, “যারা দলের প্রতি অবিচার করেননি, দল তাদের কথা মনে রাখবে। স্বৈরাচার পতনের পর সুষ্ঠু নির্বাচনের সুযোগ এসেছে। এখন সবাই তাদের প্রার্থীর পক্ষে ভোট দিয়ে জয়ী করতে পারবেন।”


স্বরণসভায় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ন-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিনুজ্জামান, যুবদল নেতা হাসান আশরাফ প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here