আদমদীঘিতে চাঁদার দাবিতে বাবা-ছেলেকে মারধর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

আদমদীঘিতে চাঁদার দাবিতে বাবা-ছেলেকে মারধর

 

আদমদীঘিতে চাঁদার দাবিতে বাবা-ছেলেকে মারধর
আদমদীঘিতে চাঁদার দাবিতে বাবা-ছেলেকে মারধর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে চাঁদার দাবিতে এক ব্যবসায়ী ও তাঁর ছেলেকে মারধর এবং ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার শিয়ালসন গ্রামের মৃত সামছউদ্দিন খন্দকারের ছেলে রওশন আলী খন্দকার পাঁচজনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


ঘটনাটি ঘটে রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার শিয়ালসন মোড়ে।


অভিযোগে বলা হয়েছে, ওইদিন দুপুর ২টার দিকে আদমদীঘি বাজারে রওশন আলী খন্দকারের রড ও সিমেন্টের দোকানে শিয়ালসন গ্রামের জাহিদ, জিহাদ, রিহাদ, নূর মোহাম্মদ ও ইব্রাহীমসহ অজ্ঞাত আরও কয়েকজন গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।


পরে বিকেল ৩টার দিকে রওশন আলী ও তাঁর ছেলে সোহরাব হোসেন দোকান থেকে বাড়ি ফেরার পথে শিয়ালসন মোড়ে তাদের পথরোধ করে মারধর করা হয়। রওশন আলীর দাবি, এ সময় তাঁর কাছে থাকা ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তরা।


এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, রওশন আলীর বাড়িতে অভিযুক্তরা রঙ মিস্ত্রির কাজ করতেন। কাজের মান নিয়ে প্রথম দিন থেকেই দুই পক্ষের মধ্যে মতবিরোধ ছিল। পরে রঙ মিস্ত্রিরা কাজের টাকা চাইতে গেলে দোকানে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।


অভিযুক্ত জিহাদের দাবি, টাকা চাওয়ায় তাদের দুইজনকে দোকানের ভেতর আটকে মারধর করা হয়। সেই ক্ষোভ থেকেই পরবর্তীতে রাস্তায় মারামারির ঘটনা ঘটে।


আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলী বলেন, “উভয় পক্ষের বাড়ি একই এলাকায়। তাদের মধ্যে পূর্ব থেকেই মনোমালিন্য ছিল। ঘটনার পর অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”




Post Top Ad

Responsive Ads Here