![]() |
| কুরআনের আলোকে আল্লাহর পরিচয় ও কর্তৃত্ব |
ধর্ম ডেস্ক:
“আল্লাহ কে?” — মানবজাতির প্রাচীনতম ও চিরন্তন প্রশ্নের জবাব দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পবিত্র কুরআনের আলোকে তিনি তুলে ধরেছেন মহান সৃষ্টিকর্তার পরিচয়, কর্তৃত্ব ও মানুষের প্রতি তাঁর নির্দেশনার প্রকৃত রূপ।
হাফিজ মাছুম আহমদ বলেন, কুরআনের সূরা ইউনুসের তৃতীয় আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন— তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং বিশ্বজগতের শাসনকর্তা হিসেবে সমাসীন আছেন। সৃষ্টির পর আল্লাহ নিস্ক্রিয় নন; বরং প্রতিটি ঘটনার নিয়ন্ত্রণ তাঁর হাতেই। মানবজাতি অনেক সময় ভুলভাবে ভাবে, এই বিশাল জগত স্বয়ংক্রিয়ভাবে চলছে, অথচ কুরআন স্পষ্টভাবে জানায়— সবকিছুই আল্লাহর আদেশ ও অনুমতিক্রমে সংঘটিত হয়।
তিনি আরও বলেন, আল্লাহ শুধু স্রষ্টাই নন, তিনি প্রতিপালক, শাসক ও পরিচালকও বটে। বিশ্বজগতের শাসন ব্যবস্থায় একমাত্র আল্লাহই সর্বশক্তিমান ও সার্বভৌম। এই রুবুবিয়াত বা সার্বভৌমত্ব স্বীকার করা মানেই তাঁরই ইবাদত করা অপরিহার্য।
হাফিজ মাছুম আহমদের মতে, ইবাদত কেবল নামাজ, রোজা বা হজের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা— এটাই ইবাদতের প্রকৃত রূপ। একজন মুমিনের জীবনে আল্লাহর বিধানই চূড়ান্ত, তাঁর বাইরে অন্য কোনো কর্তৃত্ব স্বীকৃত নয়।
তিনি বলেন, আল্লাহর এই পরিচয় জানার পর মানুষের কর্তব্য একমাত্র তাঁর কাছেই আত্মসমর্পণ করা, তাঁর আইন অনুযায়ী জীবন গঠন করা এবং অন্য কোনো শক্তি বা শাসকের সামনে মাথা নত না করা। ইবাদতের এই তিন স্তরই আল্লাহর একক কর্তৃত্ব ও প্রভুত্বের স্বীকৃতি বহন করে।
কুরআনে আরও বলা হয়েছে— “আল্লাহ আকাশ ও পৃথিবীর আলো”। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহর এই আলো এমন এক নূর যা পরিপূর্ণ, শুদ্ধ এবং করুণাময়; যা তিনি যাকে চান তারই অন্তরে প্রবেশ করান। এই আলোই মানুষের অন্তরে ঈমান, ন্যায় ও সত্যের জ্যোতি ছড়িয়ে দেয়।
সবশেষে হাফিজ মাছুম আহমদ দুধরচকী দোয়া করে বলেন— “মহান আল্লাহ যেন আমাদের সবাইকে তাঁর হুকুম মেনে চলার তাওফিক দান করেন এবং তাঁর নির্দেশনায় জীবন পরিচালনার শক্তি প্রদান করেন।”
লেখক: হাফিজ মাছুম আহমদ দুধরচকী
পরিচিতি: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট; সাবেক ইমাম ও খতীব, কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার জামে মসজিদ, সিলেট; প্রতিষ্ঠাতা সভাপতি, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট।

